প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ১২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২১, ৮:৩০ পি.এম
সোমবার থেকে ভারতের সঙ্গে স্থল পথে চলাচল বন্ধ
বেনাপোল প্রতিনিধিঃ
ভারতের সঙ্গে কাল সোমবার থেকে স্থল পথে চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। এই ঘোষণা ১৪ দিনের জন্য বলবৎ থাকবে। এর আগে থেকেই দেশটির সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ রয়েছে। ভারতে করোনাভাইরাস পরিস্থিতি বড় ধরনের অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রনালয় সুত্রে জানা গেছে, ভারতে করোনা সংক্রমণ ব্যপক হারে বেড়ে যাওয়ায় সরকারএ সিদ্ধান্ত নিয়েছে।এই ১৪ দিন মানুষের যাতায়াত বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলবে।
ভারতে গত তিন দিনে প্রায় ১০ লাখ মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৮৮৬ জনের। এই সময়ে এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬২৪ জন। ভারতের রাজধানী দিল্লির হাসপাতাল গুলোতে কোভিড রোগীদের অক্সিজেন সরবরাহে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে।
অন্যদিকে মার্চের শেষে এসে বাংলাদেশেও করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ে এবং তা ব্যাপকহারে রূপ ধারন করে.এরই ধারাবাহিকতায় করোনা ভাইরাস প্রতিরোধমূলকও নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত গ্রহন করে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy