মেয়ের সঙ্গে প্রেম, বিয়ে
স্কুলছাত্রকে হত্যার পর লাশ বাড়ির আঙ্গিনায় পুঁতে রাখে ইউপি সদস্য
শহিদুল ইসলাম সোহেল,নিজস্ব প্রতিবেদক:
স্কুলছাত্রকে হত্যার পর লাশ বাড়ির আঙ্গিনায় পুঁতে রাখে ইউপি সদস্য
FacebookTwitterShare
ময়মনসিংহের সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের এক ইউপি সদস্যের বসতঘরের পাশ থেকে মাটি খুঁড়ে মিললো আকাশ মিয়া (১৭) নামে এক স্কুলছাত্রের লাশ। এ ঘটনায় পুলিশ মেম্বারের স্ত্রীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
নিহত আকাশ মিয়া উপজেলার অষ্টধার ইউনিয়নের ভুগলি মন্ডল বাড়ি গ্রামের মো. আক্রাম হোসেনের ছেলে। আকাশ মিয়া অষ্টধার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। সে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।
The Daily surjodoy
শুক্রবার (২১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার অষ্টধার ইউনিয়নের ভুগলি গ্রামের জিয়াউর রহমানের বাড়ির পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
Surjodoy.com
কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমানের মেয়ে জেসমিন আক্তারের সাথে প্রেমের সম্পর্ক ছিল নিহত আকাশ মিয়ার।
তারা দুজন পরিবারকে না জানিয়ে গত ২রা মে কোর্টে গিয়ে বিয়ে করেন। পরে বিষয়টি জানাজানি হলে গত বুধবার (১৯ মে) জেসমিন আক্তার মোবাইল করে আকাশ মিয়াকে তাদের বাড়িতে ডেকে নেয়। এরপর থেকে আকাশ মিয়া নিখোঁজ হয়।
এ ঘটনায় মেম্বারের স্ত্রী রোজিনা আক্তার ও তার ভাইয়ের স্ত্রী নার্গিস আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।
The Daily surjodoy
১৪ জনকে আসামি করে রাতেই নিহতের বাবা একটি হত্যা মামলা দায়ের করেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy