এমন সময় ওই স্কুল ছাত্রী চিৎকার করলে স্থানীয়রা ওই বখাটেদের আটক করে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে খবর দেয়। পরে তারা ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে জানালে তিনি তাৎক্ষনিক সেখানে সদর থানার পুলিশ ফোর্স সহ যান এবং ঘটনার বর্ণনা শুনে বখাটে আলামিন কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং তার সহযোগিরা মোঃ শামীম রেজা (১৬) ও মোঃ রবিউল ইসলাম (১৬) অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
রবিবার সকাল ১১ টার দিকে সদর উপজেলার আখানগর ইউনিয়নের আখানগর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
দন্ডপ্রাপ্ত বখাটে মো: আলামিন আরাজি চিলারং এলকার রহমত আলীর ছেলে। আর বাকি দুজন মোঃ শামীম রেজা (১৬) একই এলাকার মোঃ মাজেদুর রহমানের ছেলে এবং মোঃ রবিউল ইসলাম (১৬) বুধু মোহাম্মদের ছেলে।
এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এক জনের কারাদন্ড ও দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অর্থদন্ড প্রদান করা হয়েছে এবং জনস্বার্থে আমাদের এ ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে। সেই সাথে তিনি ইভটিজিং, মাদক ও সকল প্রকার দেশবিরোধী সমাজবিরোধী কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy