প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৫:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২১, ৭:০৮ পি.এম
স্কুল ব্যাগে ফেন্সিডিল বহনকালে তিন ছাত্র আটক

মারুফ হাসান(পাঁচবিবি)প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবিতে স্কুল পড়ুয়া ছাত্রদের স্কুল ব্যাগে ১ শ ৭৬ বোতল ফেন্সিডিল বহন কালে ফেন্সিডিল উদ্ধারসহ তিনজন ছাত্রকে আটক করেছে পুলিশ।
সোমবার(২৭ এপ্রিল) দুপুরে উপজেলার রাধা বাড়ি রেইলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,পাঁচবিবি উপজেলা ছোট মানিক গ্রামের আবুল কাশেমের ছেলে রাহাত বাবু (১৬), পাঁচবিবি (পাঁচমাথা) এলাকার মো.আব্দুস ছামাদের ছেলে মো. ফাহিদ হোসেন (১৬) ও গদাইপুর গ্রামের গণি মন্ডলের ছেলে মো.ওমর ফারুক (১৫)।
থানা পুলিশ সূত্রে জানাগেছে, জয়পুরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা জুড়ে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে পাঁচবিবি থানার এসআই মো.হাবিবুর রহমান এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি পৌরসভা এলাকায় ডিউটি চলাকালীন সময় একটি গোপন সংবাদ পাই যে হিলি বোড টু রাধা বাড়ি রেইলগেটের দিকে তিনজন স্কুল পড়ুয়া ছাত্র স্কুল ব্যাগে করে মাদকদ্রব্য নিয়ে গাড়ির অপেক্ষায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে উক্ত স্থানে পুলিশ উপস্থিত হলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে তাৎক্ষনিক তল্লাশী করে তিনজনের স্কুল ব্যাগ থেকে ১ শত ৭৬ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আটক করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ(ওসি) পলাশ চন্দ্র দেব দৈনিক সূর্যোদয়কে বলেন,জেলা পুলিশ সুপারের নির্দেশে প্রতিদিনের ন্যায় পাঁচবিবি থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে রাধা বাড়িতে অভিযান চালিয়ে স্কুল পড়ুয়া তিনজন ছাত্রকে ফেন্সিডিল বহনকালে তাদের আটক করা। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা চলমান রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy