বিশেষ প্রতিনিধি:- নিরেন দাস
নওগাঁ সদর উপজেলায় মেয়েকে ধর্ষণ ও পূর্ণগ্রাফী মামলায় মো. উজ্জ্বল হোসেন (৪৫) নামের ওই মেয়ের বাবাকে আটক করেছে থানা পুলিশ। ওই মেয়ের মা স্কুল শিক্ষিকা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযুক্তকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পাশ্ববর্তী থানা রানীনগরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসাবে চাকরি করেন ভুক্তভোগী ওই মেয়ের মা। তার চাকুরী করার সুবাদে প্রতিদিন সকাল ৮ টা হতে ৬ টা পর্যন্ত বাড়ির বাহিরে অবস্থান করে। আসামি প্রতিনিয়ত রাতের বেলায় ভুক্তভোগী মেয়ের মাকে খাবারের সাথে ঘুমের ঔষুধ খাওয়ায়। সে ঘুমিয়ে গেলে মেয়েকে তার ঘরের মধ্যে ভয়ভীতি দেখিয়ে শারীরিক নির্যাতন করে তাহার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে আসছিল। এর এক পর্যায়ে ধর্ষনের ছবি/ভিডিও তার মোবাইল ফোনে ধারণ করে সংরক্ষন করে রাখে। পরবর্তীতে সে ভিডিও গুলো দেখিয়ে তার মেয়েকে ধর্ষন করতে থাকে এবং এসব কথা কাউকে বললে সে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে বলে হুমকি দিয়ে মেয়েকে প্রতিনিয়ত ধর্ষন করে।
এমতো অবস্থায় গত ২৩ জুলাই সকাল অনুমান ১০ টার দিকে বসত বাড়ীর পশ্চিম দূয়ারী টিনসেড ঘরে মেয়েকে বাবা পুনরায় ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষন করে। বাদীনি তার মেয়ের শরীরিক ও মানসিক অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করলে মেয়ে বাদীনিকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়। বাদীনি তার প্রতিবাদ করলে বাদীনির স্বামী গত ৪ জুন বাদীনির বাড়ীর গোসলখানায় গোপনে ধারনকৃত বাদীনির গোসলের অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। তারপরও বাদীনি লোক লজ্জার ভয় উপেক্ষা করে থানায় মামলা দায়ের করে।
এবিষয়ে বাদীনির নিকট জানার জন্য মোবাইল করলে তিনি ফোন রিসিভ করেননি।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান জানান, ভুক্তভোগী মেয়ের মা বাদী হয়ে থানায় ধর্ষণ ও পূর্ণগ্রাফী আইনে মামলা দায়ের করলে আসামিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy