শেখর চন্দ্র সরকার, বগুড়া প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে স্ত্রীর দেওয়া তালাকনামা হাতে পেয়ে আবদুস সবুর তালুকদার (৪২) নামে এক স্বামী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রবিবার বেলা ১১টায় উপজেলার শালগ্রামে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। সবুর ওই গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আবদুস সবুর তালুকদার প্রবাস থেকে ফিরে আসার পর থেকে স্ত্রীর সাথে পারিবারিক কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে পাঁচ মাস আগে তার স্ত্রী রোজ বেগম তাকে এবং তিন সন্তানকে রেখে অন্যত্র বিয়ে করেন। এরপর গত ৪/৫ দিন আগে সবুরকে তালাকনামা পাঠিয়ে দেয়। তালাকনামা হাতে পেয়ে স্ত্রী ওপর অভিমান করে রবিবার বেলা ১১টায় নিজ শয়ন কক্ষে আত্মহত্যা করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যাক্তি স্ত্রীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy