ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম এবং তার স্ত্রী ও ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ আসার পর শনিবার সচিব ও তার স্ত্রী ফিরোজা বেগমকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম সচিবের একান্ত সচিব (পিএস) মো. যুবায়ের। তিনি বলেন, কয়েক দিন ধরে উপসর্গ থাকায় তাদের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। শনিবার সচিব স্যারের সঙ্গে তার স্ত্রী ও এক ছেলের ফলাফল পজিটিভ এসেছে।
সচিব ও তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হলেও তাদের তেমন কোনো শারীরিক সমস্যা নেই, দু্জনই স্টেবল আছেন বলেও জানান মো. যুবায়ের।
নূরুল ইসলাম-ফিরোজা বেগম দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
২০১৯ সালের ৩০ ডিসেম্বর থেকে ধর্ম সচিবের দায়িত্ব পালন করছেন নূরুল ইসলাম। নবম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগ দেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর একান্ত সচিবের দায়িত্বও একসময় পালন করেছেন তিনি।
এ ছাড়া রাঙ্গামাটির নানিয়ারচর ও রংপুরের মিঠাপুকুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), গাজীপুরের ডিসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুগ্মসচিব, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন নূরুল ইসলাম।
১৯৬২ সালের ২৯ সেপ্টেম্বর দিনাজপুরে জন্ম নেওয়া নূরুল ইসলাম বর্তমানে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং রংপুর বিভাগ সমিতি, ঢাকা-এর সভাপতির দায়িত্বে আছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy