শহিদুল ইসলাম সোহেলঃ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় স্ত্রী নারী নির্যাতন মামলা করায় কিশোরী (১৪) শ্যালিকাকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার কলাকান্দা গ্রাম থেকে ওই শ্যালিকাকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
অভিযুক্ত ব্যক্তি উপজেলার কলাকান্দা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে ফরহাদ মিয়া (২৮ )।
মামলা সূত্রে জানা যায়,২০১৫ সালের শেষের দিকে উপজেলার কলাকান্দা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে ফরহাদ মিয়ার সঙ্গে পারিবারিক ভাবে ওই কিশোরীর বড় বোনের বিয়ে হয়। তাদের ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। একপর্যায়ে ফরহাদ মিয়া যৌতুকের জন্য স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেন।
পরে স্ত্রী ফরহাদ মিয়ার নামে যৌতুকের মামলা করেন। এ ঘটনার পর গত ১২ সেপ্টেম্বর ওই কিশোরী পরীক্ষা দিতে মাদরাসায় যাওয়ার পথে অপহরণ করে সিএনজিতে করে নিয়ে যান ফরহাদ। পরে গত ১৮ সেপ্টেম্বর কিশোরীর মা মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সেটি মামলা হিসাবে রুজু হয়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান,ভুক্তভোগী কিশোরীকে আদালতে নেওয়া হলে অপহরণের পর আটকে রেখে ধর্ষণ করেছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। পরে আদালত ভুক্তভোগীকে মায়ের জিম্মায় দেন।