কুমিল্লা জেলা প্রতিনিধি,
কুমিল্লায় অসুস্থ স্বজনকে দেখে ফেরার পথে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী সংবাদপত্র বিলিকারী আবু সাঈদ স্ত্রীসহ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতির কাটা জাঙ্গাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- কুমিল্লা সদর উপজেলার রত্মবতী গ্রামের আছমত আলীর ছেলে আবু সাঈদ (৫০) ও তার স্ত্রী রুমি আক্তার (৪৫)।
রবিবার দুপুরে রত্মবতী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজের জানাযায় জেলার সংবাদপত্র ব্যবসায়ী ও বিলিকারীসহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানান, ময়নামতি এলাকায় শনিরার রাতে তিশা গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি সিএনজি চালিত অটোরিকশাকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন নারী নিহত হন।
এছাড়াও ময়নামতি জেনারেল হাসপাতালে নেয়ার পর একজন পুরুষ নিহত হন। এ ঘটনায় বাস ও অটো রিকশার অন্তত ১০ জন যাত্রী আহত হয়।