নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাজারে বিক্রি করার সময় শতাধিক বক ছানাকে উদ্ধার করা হয়েছে। পরে আবার সুস্থ করে তাদের বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ দিন লালন-পালন শেষে গতকাল শুক্রবার দুপুরে বক ছানাগুলোকে স্বর্ণদ্বীপের প্রাকৃতিক অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।
স্থানীয় সংবাদকর্মী আবদুল বারী বাবলু জানান, গত ২৩ জুন নোয়াখালীর স্বর্ণদ্বীপ থেকে ধবল বকের ছানাগুলোকে চুরি করে সুবর্ণচরের ছমিরহাট বাজার ও চরক্লার্ক বাংলাবাজারে বিক্রির সময় পরিবেশ রক্ষা কর্মী জহির উদ্দীন তুহিন শতাধিক বকের ছানা উদ্ধার করেন। পরে সুবর্ণচর উপজেলা প্রশাসন ও বন বিভাগের মাধ্যমে এক কৃষকের কাছে বকের ছানাগুলোকে নিজে নিজে উড়তে পারা পর্যন্ত পালন করার জন্য রাখা হয়। এরই মধ্যে উদ্ধারের ১০ দিন পর বকের ছানাগুলো উড়তে শিখে গেলে গতকাল দুপুরে বন বিভাগের সহযোগিতায় ছানাগুলোকে অবমুক্ত করা হয়।
সুবর্ণচর ইউএনও ইবনুল হাসান ইভেন জানান, ১০ দিন লালন-পালন শেষে শুক্রবার দুপুরে স্বর্ণদ্বীপের প্রাকৃতিক অভয়ারণ্যে ছানাগুলো উড়তে পারার উপযুক্ত করে অবমুক্ত করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy