জিহাদ হোসাইন,লক্ষীপুর:
বিয়ের বয়স মাত্র ৯ মাস যেতে না যেতেই আত্নহত্যা করেন জামেলা আক্তার (২০)।মৃত জামেলা আক্তারের পিতৃ বাড়ীতে আত্নহত্যার ঘটনাটি ঘটে।ঘটনাটি ঘটেছে লক্ষীপুর সদর উপজেলার শাকচর ইউপির ৯নং ওয়ার্ডে রহিম উদ্দিন বেপারী বাড়ীতে।মৃতের বাবার নাম মো: আবুল কাসেম।
স্থানীয়দের ও মৃতের পারিবারিক সুত্রে জানা যায়,গত ৯ মাস আগে সদর উপজেলার টুমচর ইউপির ১নং ওয়ার্ডে রিয়াজউদ্দিন মুন্সি বাড়ীর আবুল কাসেম মুন্সির ছেলে মেহেদী হাসান হৃদয়ের সাথে পারিবারিকভাবে জামেলা বিয়ে হয়।বিয়ের কয়েক মাস যাওয়ার পর থেকে পরকীয়া প্রেমের সাথে জড়িয়ে পড়ে মৃতের মেহদী হাসান হৃদয়।মেহদি তার মোবাইল দিয়ে জামেলার সামনে ভিডিও কলে অন্য নারীর সাথে কথা বললে জামেলা প্রতিবাদ করে।বিষয়টি নিয়ে জামেলা প্রতিবাদ করায় হৃদয়ের সাথে কয়েকবার ঝগড়া হয়।এমনকি পর্যায়ক্রমে জামেলাকে শিকল দিয়ে বেঁধে শারীরিকভাবে মারধোরের ঘটনা ঘটে।
শাকচর ইউনিয়েনের ৯নং ওয়ার্ডের মেম্বার মো: আবুল কাসেম জানায়,দীর্ঘদিন যাবত জামেলাকে তার স্বামী শারীরিক নির্যাতন করত।মেহেদি পরকীয়া প্রেমে আসক্ত ছিল।
দীর্ঘদিন যাবত শারীরিক ও মানুষিক নির্যাতনের কারনে স্বামীর বাড়ি থেকে জামেলা তার বাপের বাড়িতে চলে আসে।স্বামীর পরকীয়া কোনোভাবে মেনে নিতে না পারায় জামেলা আত্নহত্যার পথ বেঁচে নেয়।গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) জামেলা তার বাপের বাড়িতে ফ্যানের সাথে আত্নহত্যা করেন।পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।লাশ ময়না তদন্তের শেষে গত বুধবার (২৯ সেপ্টেম্বর) জামেলার লাশ পারিবারিকভাবে পিতার বাড়িতে বিকালে দাফন করা হয়।
এদিকে মৃত জামেলা আক্তার আত্নহত্যার আগের দিন তার শুভাকাঙ্ক্ষীদের দেখা সাক্ষাত করেন।জামেলার সাথে ঘটে যাওয়া সমস্ত তথ্য তার নিজ ডায়েরীতে লিখে রাখতেন।তার মৃ্ত্যুর জন্যে স্বামী মেহেদীকে দায় করে চিরকুট লিখে যায়।
এবিষয়ে মেহেদীর মা মমতাজ বেগম(৬০) জানায়, পুত্র বধূ জামেলা বেশীর ভাগ সময় জামেলার বাপের বাড়িতে থাকতেন।জামেলাকে কোনো মারধোর করা হয়নি।তবে তার ছেলে কে বা কার সাথে মোবাইলে কথা বলতেন তা তিনি জানেন না।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy