নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটে পরকিয়া প্রেমে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী ও তার প্রেমিককে যাবত-জীবন করাদন্ড দিয়েছে আদালত। সোমবার (০৮ নভেম্বর) দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এ রায় দেন। নিহত পলাশ বদলগাঁছী উপজেলার খাদাইল নগর গ্রামের আবু বক্কর সিদ্দিক মন্জুর ছেলে।
সাঁজা প্রাপ্তরা হলেন, নওগাঁ-বদলগাঁছী উপজেলার শর্মাপুর গ্রামের সফিউর রহমান বাবলুর মেয়ে সনি (২৮) ও তার প্রেমিক পাঁচবিবি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাবলু এর ছেলে রনি (৩০)।
মামলা সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন রামচন্দ্রপুর (কুড়িপাড়া) এলাকার একটি খামার বাড়িতে পলাশ ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। খামারের পাশে একটি টিন সেডের বাড়িতে পলাশ, তার স্ত্রী সনি ও শিশু কণ্যাকে নিয়ে বসবাস করা অবস্থায় ওই এলাকার রনির সাথে পলাশের স্ত্রী সনি পরকিয়া প্রেমে জারিয়ে পরে।
তাদের পরকিয়া প্রেমে বাধাঁ হওয়ায় ২০১৫ সলের ১১ মার্চ গভীর রাতে পলাশকে তার স্ত্রী ও প্রেমিক রনি হত্যা করে। পরদিন সকালে তার বাসার সামনে পুকুরে গলায় রশি পেচানো অবস্থায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ঐদিনই থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ সনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের পরকিয়া প্রেমের বিষয়টি উঠে আসে এবং হত্যার ঘটনা উদঘাটন হয়।
দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন এ্যাড. নিপেন্দ্রনাথ মন্ডল (পিপি)।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..