বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ৪৩টি মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ৪৩ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সড়কে চলাচল করা গণপরিবহণে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেন। স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও মুখে মাস্ক ব্যবহার না করার অভিযোগে এই সব ব্যক্তিদের জরিমানা করা হয়। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান রবিবার দুপুরে জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাগেরহাটে ১৫টি ভ্রাম্যমাণ আদালত মাঠে তৎপর রয়েছে। সরকারের জারি করা স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখা ও মুখে মাস্ক ব্যবহার না করলে তাকে আমরা কোন ছাড় দিচ্ছিনা। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহণে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৩ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy