করোনাভাইরাস মহামা’রী মোকা’বেলা নিয়ে সমালোচনার মুখে থাকা স্বা’স্থ্যমন্ত্রী জাহিদ মালেককে কঠোর ভাষায় আ’ক্রমণ করলেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ।স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বা’স্থ্য খাতকে ‘ভ’ঙ্গু’র’
করে ফেলেছেন অ’ভিযোগ করে তিনি বলেন, “ম’ন্ত্রী তার স্বাস্থ্য ছাড়া অন্যদের স্বাস্থ্য ভালো করতে পারেনি। লুটপাটের রাজ’ত্ব করেছে স্বাস্থ্য মন্ত্র’ণালয়। উনাকে ঝাটাপেটা করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া উচিত।” শুক্রবার বিকালে না’রায়ণগঞ্জের রূপগ’ঞ্জ উপজে’লার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় দলীয় এক
আলোচনা সভায় একথা বলেন সংসদে বিরোধী দলীয় চিফ হু’ইপ মসিউর রহমান রা’ঙ্গাঁ।সরকারের বেশিরভাগ মন্ত্রী ‘অথর্ব’ বলেও মন্ত’ব্য করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিগত সরকারের প্রতিমন্ত্রী রা’ঙ্গাঁ।তিনি বলেন, “মানুষের বয়স হলে আল্লাহর নাম নেয়। আর এরা মন্ত্রী হয়ে লুটপাট করে। প্রধান’মন্ত্রী নিজেই সংসদে দাঁড়িয়ে
বলেছেন, তাকে ছাড়া আওয়ামী লীগের সবাইকে টাকা দিয়ে কেনা যায়।” রাষ্ট্রা’য়ত্ত পাটকলগু’লো বন্ধের সি’দ্ধান্তের মাধ্যমে বস্ত্র ও পা’টমন্ত্রী গো’লাম দস্তগীর গাজীও ‘গ্রহণযোগ্যতা হারিয়েছেন’ বলে মন্তব্য করেন রা’ঙ্গাঁ।জাতীয় পার্টির প্রতি’ষ্ঠাতা সাবেক সামর’িক শাসক
হুসেইন মুহা’ম্ম’দ এরশাদের প্রথম মৃ’ত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভায় সরকারের সমালোচনা করে রা’ঙ্গাঁ বলেন, “যে দেশে গণ’তন্ত্র থাকে না সে দেশে মানুষের অধিকার থাকে না। গণতান্ত্রিক দেশে যদি কথা বলতে না দেন তাহলে আমা’দের টিকিট কে’টে দেন আমর’া অন্য দেশে চলে যাই। আপনারাই দেশে থাকেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy