প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ৪:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২১, ১২:৪৪ এ.এম
স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোটরসাইকেল চুরি-পুলিশি তৎপরতা

স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোটরসাইকেল চুরি-পুলিশি তৎপরতা
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
Facebook Twitter share
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি ডিসকাভার (১০০) সি.সি মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে থানা পুলিশ।
রোববার (১৩ জুন) সকালে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচ থেকে এ মোটরসাইকেল চুরির ঘটনাটি ঘটে।
Surjodoy.com
ক্ষেতলাল পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সেকেন্দার মন্ডল চুরি হওয়া মোটরসাইকেলটির মালিক জানান,আমি সকালে ঔষধ নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পৌঁছে মোটরসাইকেলটি নিচে তালা দিয়ে রেখে উপরে ঔষধ নিতে যাই। ঔষধ নিয়ে নিচে এসে দেখি আমার মোটরসাইকেলটি নেই। কিন্তু মোটরসাইকেলের চাবিটি আমার কাছেই আছে। যে চাবিটি আমি উপস্থিত সকলেই দেখিয়েছি।
The Daily surjodoy
সেকেন্দার মণ্ডল আরও জানান, আমাদের এই হাসপাতালে যদি সিসি টিভি ক্যামেরার ব্যবস্থা থাকতো তাহলে হয়তো আজ আমি আমার মোটরসাইকেলটি চুরি হলেও চোর সনাক্তসহ মোটরসাইকেলটিও ফেরৎ পেতাম। হাসপাতালে সি.সি (টিভি) ক্যামেরার ব্যবস্থা নেই জেনেই হয়তো আমাকে ফলো করে সুযোগ বুঝে মোটরসাইকেলটি চুরি করতে সক্ষম হয়েছে।
The Daily surjodoy
এদিকে স্থানীয়দের সূত্রে জানা যায়, ইতিপূর্বে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে এই রকম মোটরসাইকেল চুরির অনেক ঘটনায় ঘটেছে। হাসপাতালটিতে সি.সি (টিভি) ক্যামেরার কোন ব্যবস্থা না থাকায় অনেকেই ফেরৎও পাননি তাদের চুরি হওয়া মোটরসাইকেল গুলো।
The Daily surjodoy
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ(ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল জাতীয় দৈনিক সূর্যোদয়কে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরি হওয়া মোটরসাইকেলটির মালিক থানায় একটি অভিযোগ করেছে বিষয়টি আমলে নিয়েছি। এমনকি চুরির ঘটনার অভিযোগ পাওয়ার পরপরই পুলিশি টিম হাসপাতাল চত্বরের ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও জানান জেলা পুলিশ সুপারের নির্দেশে তথ্য প্রযুক্তির মাধ্যমে দুদিন আগেই ক্ষেতলাল থেকে চুরি হওয়া এস্কেলেটর (ভেকু) মেশিন রাজশাহী থেকে উদ্ধারসহ দুইজন চোরকে আটকও করা হয়েছে। আশা করি দ্রুতই চুরি হওয়া
The Daily surjodoy
মোটরসাইকেলটিসহ চোরকে আটক করতে সক্ষম হবো। এ চুরির এবিষয়ে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy