রোস্তম আলী: রংপুর
১৪ ফেব্রুয়ারি স্বৈরাচারবিরোধী ছাত্র প্রতিরোধ দিবস পালন করে বাম ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রংপুর মহানগর ও পীরগাছা অঞ্চলে। ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় শহরে ৱ্যালি বের করে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে, শেষে ছাত্র ফ্রন্ট নগর কমিটির সদস্য রাজু বাসফোর এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট মহানগরের আহ্বায়ক সাজু বাসফোর, সদস্য নিত্যানন্দ বর্মন প্রমুখ। বক্তারা বলেন ১৯৮৩ সালে ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচারবিরোধী ছাত্র গণ-আন্দোলনের ইতিহাস আজকের ছাত্র সমাজ ভুলতে বসেছে। স্বৈরশাসকের প্রতিক্রিয়াশীল বস্তাপচা শিক্ষানীতি বাতিল, ছাত্র বন্দীদের মুক্তি ও গণতান্ত্রিক অধিকারের দাবিতে ও গণ-মুখী, বৈজ্ঞানিক, অসাম্প্রদায়িক শিক্ষানীতির দাবিতে ১৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বায়কট কারসহ টিয়ার গ্যাস নিক্ষেপ ও বেপরোয়াভাবে গুলি চালায় ফলে তাজারক্তে রাজপথ রঞ্জিত হয়। জাফর, জয়নাল, দিপালী সাহা, আইয়ুব, কাঞ্চন আরও নাম না জানা কত ছাত্র, শিক্ষকরা প্রাণ হারান। বক্তারা বলেন, আজ সামরিক বাহিনী নেই, তার বদলে সাদা পোশাকে সংবিধানের নামে চলছে ফ্যাসীবাদী শোষণ-নিপীড়ন। এর বিরুদ্ধে ছাত্র সমাজকেই রুখে দাঁড়াতে হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy