প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ৩:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২১, ৩:১২ এ.এম
স্মার্টফোন কিনতে ‘সফট লোন’ পাচ্ছেন চবির শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য স্মার্টফোন কিনতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক হাজার ৪০৪ জন শিক্ষার্থীকে ‘সফট লোন’ দিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ‘সফট লোন’ অনুমোদন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন।
তিনি বলেন, ঋণ অনুমোদন কমিটি ৭ জানুয়ারির মধ্যে একটা উপাত্ত সংগ্রহ করেছিল। তথ্যগুলো প্রেরণ করতে সোমবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির (এফসি) অনুমোদন দেন। পরে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ১ হাজার ৪০৪ জন শিক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য পাঠানো হয়েছে। আগামী দুই একদিনের মধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে শিক্ষার্থীদের একাউন্ট নম্বরে টাকা প্রদান করা হবে।
প্রসঙ্গত, গত বছর ৪ নভেম্বর অনলাইন প্লাটফর্মে ইউজিসি আয়োজিত এক সভায় শিক্ষার্থীদের স্মার্টফোন ক্রয়ে সুদবিহীন ঋণ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।
সভায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে গঠিত ‘সফট লোন অনুমোদন কমিটির’ সুপারিশের আলোকে অনধিক আট হাজার টাকা শিক্ষার্থীকে ব্যাংক হিসাবের মাধ্যমে ২০২১ সালের ৩১ জানুয়ারির মধ্যে বরাদ্দ দেওয়ার কথা বলা হয়। এই ঋণ শিক্ষার্থীকে শুধু আসল অর্থ পরিশোধ করতে হবে। বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন চারটি সমান কিস্তিতে বা এককালীন তারা এই ঋণ পরিশোধ করতে পারবেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy