জিহাদ হোসাইন, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাৎ হোসেন শরীফের মা সহিদা বেগম (৫৫) সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।
ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর মূল শহরের ঝুমুর সিনেমাহল এলাকায়।বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার দিকে এ সড়ক দুর্ঘটনা শিকার হন সহিদা বেগম।
সূত্রে জানা যায়, সহিদা বেগম তার নাতনি ঐশীকে নিয়ে বাসা থেকে বুধবার বিকেলে তাদের পুরান বাড়ি দেখা-শুনা করতে যান। সন্ধ্যার পর ঐশীকে নিয়ে ফের বাসাতে ফিরতে গিয়ে ময়দার মেইল এলাকায় রাস্তার একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় জকসিন বাজার থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি পিকআফ ভ্যান সহিদা বেগমকে পিঁছন থেকে ধাক্কা দেয়।এতে গুরুতরভাবে আহত হন।আহত সহিদার বাম-পা ও মাথা ফেটে যায়।ফলে প্রচুর রক্তক্ষরণ হয়।
এসময় আশেপাশের লোকজন এসে মুমূর্ষু অবস্থা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর ওয়েল কেয়ার হাসপাতালে ভর্তি করান।প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করার পরামর্শ প্রদান করেন।
ঢাকা মেডিকেল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৩ টার দিকে পৃথিবীর মায়া ছেড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন সহিদা বেগম।আজ বাদ যোহর দক্ষিণ মজুপুর হাজি আমজাদ আলী পাটোয়ারী ওয়াকফ এস্টেট একাডেমী (উচ্চ বিদ্যালয় মাঠে) জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজস্ব ফেইসবুক ওয়াল থেকে জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরীশোক প্রদান করে মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy