সিজুল হক মিনা বোয়ালমারী উপজেলা প্রতিনিধিঃ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ শিবপুর মহল্লার বাসিন্দা মো. হাবিব খান অনিক (৩৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত সোমবার (১৮.১০.২০২১) এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, হাবিব খান ওই মহল্লার বাসিন্দা মুদি ব্যবসায়ী মো. ফারুক খানের ছেলে। নিহত হাবিব মাত্র নয় মাস আগে বিয়ে করেছেন। তিনি বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টসের বরিশাল অঞ্চলের বিভাগীয় বিক্রয় ব্যবস্থাপক (ডিএসএম) পদে কর্মরত ছিলেন। ওই দিন পেশাগত কাজে বরিশাল থেকে ঝালকাঠি যাওয়ার পথে জেলার রাজাপুর উপজেলায় একটি দ্রুতগামী ট্রাক তাঁকে বহনকারী প্রাইভেট কারকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় ও মাথায় গুরুতর আঘাত পান হাবিব খান। বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওই রাতেই তাঁর মৃত্যু হয়। নিহতের চাচা বোয়ালমারী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সামাদ খান জানান, পৌর সদরের ছোলনা মাদ্রাসায় জানাজা শেষে ছোলনা পৌর কবরস্থানে গতকাল মঙ্গলবার হাবিব খানকে দাফন করা হয়েছে। পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন হাবিবের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।