প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৭:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২১, ৩:৩৭ এ.এম
সড়ক দূর্ঘটনায় উখিয়ায় নিহত ৩, আহত ৪

কক্সবাজার প্রতিনিধি
মারাত্মক সড়ক দূর্ঘটনার শিকার হয়ে উখিয়ার ৭ জন হতাহতের খবর পাওয়া গেছে। আজ রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
জানা যায়, গত রাত সাড়ে তিনটা সময় চট্টগ্রাম থেকে উখিয়ায় ফেরার পথে পদুয়া এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে উখিয়া সদরের হাজীরপাড়া নিবাসী মোঃ আয়াজ (২৮), শাহ আলম জেকব (৩৭) ও জাহাঙ্গীর আলম (৩০) মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
উক্ত সড়ক দূর্ঘটনায় তাদের সাথে থাকা একই এলাকায় হেলাল উদ্দিন (২৭), মনজুর আলম(৩৫), মোঃ নুরুল আমিন(২৪) ও হুমায়ুন কবির (৩৩) গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। মর্মান্তিক এ দূর্ঘটনার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy