রবিউল ইসলাম: বিমানবন্দর রেলওয়ে স্টেশন এখন হকার ও ভিক্ষুকমুক্ত। বিমানবন্দর রেলওয়ে পুলিশ জিআরপির ইনচার্জ আমিনুল ইসলাম যোগদান করার পর থেকে স্টেশনকে যাত্রীদের জন্য নিরাপদ ও হয়রানি বন্ধ করার লক্ষ্যে হকার, ভিক্ষুক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।
বর্তমানে ফ্লাটফর্মে হকার, ভিক্ষুক ও ছিনতাইকারী না থাকায় রেলওয়ে ষ্টেশনটি সুন্দর ও মনোরম পরিবেশে পরিনত হয়েছে। ছিনতাইয়ের ঘটনা নাই বললেই চলে। এতে যাত্রীরা নির্বিগ্নে ফ্লাটফর্মে চলাচল করতে পারছে। চট্রগাম, হালিশহরের বাসিন্দা ব্যবসায়ী জাবেদ চৌধুরী প্রতিবেদককে বলেন আমি টেনেই বেশী চলাচল করি। আগে ট্রেনের অপেক্ষায় ফ্লাটফমে অবস্ঞান করলে হকার, নেশাকোর ও ভিক্ষুকের যন্ত্রনায় বসা যেতোনা, বর্তমানে স্টেশনকে পরিচ্ছন্ন মনে হচ্ছে।
জিআরপির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, আমি এখানে ১৬/০৬/২০২০ ইং তারিখে যোগদানের পর থেকেই প্রতিনিয়ত চুরি-ছিনতাই মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি।
গত ৪/১০/২০২০ ইং তারিখে মোবাইলসহ খোরশেদ আলম নামের একজন চোরকে এবং ২২/১০/২০২০ ইং তারিখ গাঁজাসহ মুনিম ও নাইম নামে দুজনকে আটক করে ঢাকা রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও নিয়মিত অভিযানের ফলে প্লাটফরম এলাকায় হকারমুক্ত রাখা হয়েছে এবং চলমান এ অভিযান অব্যহত রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy