প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ৭:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২১, ১:১৬ এ.এম
হতাহতের ঘটনায় শিরোমণি বাজার বনিক সমিতির ৩দিনের শোক

এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনাঃ
নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক শপ সংলগ্নে ট্রাক-সিএনজি সংঘর্ষে শিরোমনি বাজারের কঁাচামাল ব্যবসায়ী মোঃ ইলিয়াজ (৫০) নিহত হয়েছে। এ ঘটনায় সিএনপির অপর যাত্রী শিরোমণি বাজারের কাঁাচামাল ব্যবসায়ী মোঃ শহিদুল(৪০)আহত হয়েছে। তারা দু’জনে দৌলতপুরে ওয়াজ মাহফিল শোনার জন্য যাচ্ছিল।
স্থানীয়রা জানান. সোমবার রাত সোয়া ৯টায় খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক শপ সংলগ্নে খুলনা মুখি সিএনজি অপর একটি সিএনজিকে ওভারটেক করার সময় ফুলবাড়ীগেট মুখি ট্রাক পিরোজপুর(ট-১১-০৩৩৯) সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ো যায়। এ সময় সিএনজির যাত্রী যোগীপোল ৯নং ওয়ার্ডের শেখ ইমান আলীর পুত্র মোঃ ইলিয়াজ হোসেন(৫০) এবং একই এলাকার শেখ আঃ ওহাবের পুত্র মোঃ শহিদুল(৪০) গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার ইলিয়াজ হোসেনকে মৃত বলে ঘোষনা করে। নিহত ইলিয়াজ হোসেন এবং শহিদুল শিরোমণি বাজারের কাচঁামাল ব্যবসায়ী ছিলেন তারা দৌলতপুরে ওয়াজ মাহফিল শোনার জন্য বিএনজি যোগে যাচ্ছিল। নিহত ইলিয়াজের স্ত্রী, ২ছেলে ও ২ মেয়ে রয়েছে। গতকাল মঙ্গলবার মঙ্গলবার যোহরবাদ শিরোমণি কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে নিহতের জানাযা শেষে যোগিপোল কবরস্থানে দাফন করা হয়। জানাযায় মহানগর আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, মোড়ল আনিছুর রহমান, সাবেক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম, মুন্সি মঈনুল ইসলাম, বরকত আলী, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা খ,ম লিয়াকত আলী, যুবদল নেতা মোল্যা সোলায়মানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও বাজারের ব্যবসায়ী উপস্থিত ছিল।
শিরোমণি বাজার বনিক সমিতির সাধারণ সম্পাপদক শাহিদুল ইসলাম জানিয়েছেন, বাজারের একজন সদস্য নিহত ও অপরজন আহত হওয়ার ঘটনায় বাজারে তিন দিনের শোক ঘোষনা করা হয়েছে। এ সময় বাজারের প্রতিটি দোকানে কালাপতা উত্তোলন এবং শনিবার আছরবাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy