নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় জয়পুরহাটের পাঁচবিবি থানায় মামলা দায়েরর মাত্র ১২ ঘন্টার মধ্যে নিবিড় তদন্ত ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশি তৎপরতায় হত্যার রহস্য উদঘাটন ও ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধারসহ আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের চারজন সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার(২৯ শে আগস্ট)পাঁচবিবি থানা ও জেলা গোয়েন্দা শাখা(ডিবি)পুলিশের যৌথ দুটি টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে নিবিড় তদন্তে ব্যাপক তৎপরতা চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত হলেন,পাঁচবিবি উপজেলার লাটপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে দিলজার হোসেন মুন্সি (৪২),নাকুরগাছী গ্রামের আহারুল ইসলামের ছেলে জুয়েল হোসেন(৩৫),গনাই মাগুড়া গ্রামের আঃ করিম শেখের ছেলে আল আমিন ওরফে রাজু(২৭) ও লাটপাড়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে আব্দুল হাই(৪০)।
থানা পুলিশ সূূত্রে জানাগেছে,গত ২৭ শে আগস্ট শুক্রবার সকালে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ছালাখুর নামক গ্রামের রাস্তার পাশের ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে পাঁচবিবি থানা পুলিশ।
যুবকের লাশটি উদ্ধারের পর তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে অজ্ঞাতনামা নিহত যুবক দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সিংড়া(রানীগঞ্জ)এলাকার বাবু মিয়ার ছেলে ইজিবাইক চালক মনারুল ইসলাম(২২) পরিচয়টি সনাক্ত ও নিশ্চিতও করে থানা পুলিশ।
তথ্য প্রযুক্তির মাধ্যমে ইজিবাইক চালক মনারুল ইসলামের পরিচয় সনাক্তের পরেই গত শনিবার ২৭ শে আগস্ট পাঁচবিবি থানায় মামলা নং-৫৬-২০২১-ইং ধারা-৩০২/৩৭৯/৩৪ পেনাল কোড অনুসারে একটি মামলা দায়ের করা হয়।
জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম-সেবা’ যুবকের হত্যার রহস্য উদঘাটনসহ হত্যাকারীদের ধরতে কঠোর ভূমিকা ও নির্দেশনায়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাঁচবিবি সার্কেল)ইশতিয়াক আলম এর নেতৃত্বে,যুবক হত্যার রহস্য উদঘাটনে
জেলা গোয়েন্দা শাখা(ডিবি)পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) শাহেদ আল মামুন ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ(ওসি)পলাশ চন্দ্র দেব
এর তত্ত্বাবধায়নে থানা পুলিশ ও ডিবিপুলিশের যৌথ দুটি আভিযানিক টিম গঠন করে তথ্য প্রযুক্তির মাধ্যমে ও নিবিড় তদন্ত চালিয়ে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ রহস্য উদঘাটন করে।
এবং হত্যার ঘটনায় জড়িত অপরাধীদের সনাক্ত করে জন্য পুলিশ ও ডিবিপুলিশের গঠিত যৌথ দুটি টিম ব্যাপক তৎপরতা চালিয়ে থানায় মামলা দায়ের
মাত্র ১২ ঘন্টার মধ্যেই ছিনতাই হওয়া লাল রং এর একটি ইজিবাইক উদ্ধারসহ হত্যাকারী আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের চারজন সদস্যকে আটক করে।
আরও জানা যায়,আটককের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকারী ছিনতাইকারীরা শিকার করে যে গত ২৬ শে আগস্ট বৃহস্পতিবার বিকেলে মুষলধারে বৃষ্টি হওয়ায় রাস্তায় মানুষ চলাচল কম থাকায়
সে সুযোগটি কাছে লাগিয়ে ইজিবাইকটি ছিনতাইয়ের উদ্দেশ্যে বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুরের ওসমানপুর হতে হাকিমপুর(বাংলা হিলি)তে আসার জন্য ইজিবাইকটি ভাড়া করে এবং
হাকিমপুরে আসার যাত্রাপথে সন্ধ্যা ঘনিয়ে আসলে তারা সুকৌশলে পানীয় এর সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ইজিবাইক চালক নিহত যুবক মনারুলকে পান করালে সে কিছুক্ষণের মধ্যে অচেতন হয়ে পড়লে দিলজার হোসেন মুন্সি ইজিবাইকটি চালিয়ে পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের উদ্দেশ্যে রওনা হয়।
এক পর্যায়ে পাঁচবিবি উপজেলার বেড়াখাই হতে শালাইপুর গামী রাস্তার ছালাখুর গ্রামের সন্নিকটে ব্রীজের কাছে পৌঁছিয়ে রাত আনুমানিক ৯ টার দিকে তারা অচেতন অবস্থাতেই ইজিবাইক চালক যুবক মনারুলকে শ্বাসরোধ করে হত্যা করে সেখানেই রাস্তার পাশের একটি ধানক্ষেতের পানিতে লাশটি ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় বলে তারা স্বীকার করেছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ(ওসি) পলাশ চন্দ্র দেব জানান,জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ও সিনিয়র সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে পাঁচবিবি থানা পুলিশ ও ডিবিপুলিশের যৌথ দুটি টিমের অভিযানে থানায় মামলা দায়েরর মাত্র ১২ ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন ও ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধারসহ হত্যাকারী চারজন আন্তঃজেলা ছিনতাইকারীদের আটক করা হয়েছে।
ওসি আরও বলেন আটককৃতদের অপরাধ রেকর্ড পর্যালোচনায় পুলিশ জানতে জানতে পারে তারা জয়পুরহাট জেলার পাঁচবিবি,ক্ষেতলাল, দিনাজপুর জেলার ঘোড়াঘাট,হাকিমপুরসহ গাইবান্ধা জেলার পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ এলাকার তারা ৭-৮ জনের সংঘবদ্ধ একটি ছিনতাইকারী চক্র। এমনকি তারা নেশা জাতীয় দ্রব্য কৌশলে চালকদের পান করিয়ে প্রথমে অচেতন করে পরে শ্বাসরোধ পূর্বক হত্যা করে সিএনজি ও ইজিবাইক ছিনতাই করে থাকে।
তাদের বিরুদ্ধে উক্ত জেলার বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। আটককৃত চারজনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিয়ে জয়পুরহাট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এবং এই চক্রের সাথে জড়িত আরও অন্যান্য সদস্যদের সনাক্তসহ আটকের জন্য পুলিশের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও ওসি বলেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..