লক্ষ্মীপুর প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জের কাচিহাটা এলাকা থেকে বিএনপি নেতা সহিদুল ইসলামকে গ্রেপ্তার করছে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের র্যাব সদস্যরা। বুধবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একটি হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ছিল সহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃত সহিদুল ইসলাম আমান উল্যাহ পুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে বিএনপি।
র্যাব লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা আমান উল্যাহপুর এলাকার কাচিহাটা এলাকায় অভিযান চালিয়ে সহিদুল ইসলাম ওরফে সহিদকে গ্রেপ্তার করে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী ছিল। সন্ত্রাসী,চাঁদাবাজি ও মাদকব্যবসায়ীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
[…] সহিদুল ইসলাম সোহেল,স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকায় বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশু সহ ছয়জন নিহত হয়েছে।আজ শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে দুজন শিশ, দুজন নারী ও পুরুষ বলে জানা গেছ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, হালুয়াঘাট থেকে ঢাকা যাচ্ছিল ইমাম পরিবহনের দ্রুতগতির একটি বাস। সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কলেজগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন শিশু, দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। […]