কাজী মোতাহার হোসেন নিজস্ব প্রতিবেদকঃ
হত্যা মামলায় ভাইসহ দুই ভাতিজার যাবজ্জীবন
সিরাজগঞ্জের তাড়াশে রহমত আলী হত্যা মামলায় ভাইসহ দুই ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন। এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন আসামিরা।
দণ্ডিতরা হলেন- তাড়াশ উপজেলার মহিষলুটি উত্তরপাড়া গ্রামের ৪৭ বছর বয়সী নূরুল ইসলাম, তার ছেলে মো. হাসমতুল্লাহ ও মো. হাসান আলী।
মামলার বরাত দিয়ে আদালতের পিপি গাজী আব্দুর রহমান জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তরপাড়া গ্রামের রহমত আলীর সঙ্গে তার আপন ভাই নূরুল ইসলামের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ৪ মার্চ দুপুরে রহমত আলীর সঙ্গে নূরুল ইসলামের পরিবারের বাড়ির ভিটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়।
একপর্যায়ে রহমত আলীকে ধারালো ফালা, চাকু ও শাবল দিয়ে আঘাত করে হত্যা করেন নুরুল ইসলাম, তার ছেলে হাসমতুল্লাহ এবং হাসান আলী। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা করেন রহমত আলীর স্ত্রী মনোয়ারা খাতুন। সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy