শাহিন আলম,গোমস্তাপুর প্রতিনিধিঃ
Facebook Twitter share
অবশেষে সাধারণ মানুষকে কামড় দিয়ে আহত করা দলছুট হনুমানটিকে আটক করেছে বন বিভাগ। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশন থেকে এ হনুমানটিকে আটক করা হয়। এর আগে গতকাল শনিবার সকাল থেকে আজ রোববার দুপুর পর্যন্ত রহনপুর পৌর এলাকা ও আলিনগর ইউনিয়নের বিলাঞ্চলে কমপক্ষে ১০ জনকে কামরে আহত করে হনুমানটি। এদের মধ্যে গুরতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Surjodoy.com
গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকাল থেকে উপজেলায় বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করছে হনুমানটি। উৎসুক জনতা হনুমানটিকে দেখার জন্য ভিড় জমিয়ে ছবি তোলা ও বিভিন্ন প্রকার খাবার দেয়ার চেষ্টা করলে হনুমানটি ক্ষুদ্ধ হয়ে উৎসুক জনতার উপরে হামলা চালিয়ে আহত করে।
The Daily surjodoy
এ বিষয়ে রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান জানান, হনুমানটিকে বিরক্ত না করতে এবং জনসাধারণকে সাবধানে চলাফেরা করার জন্য পৌর এলাকার বেশ কিছু জায়গায় মাইকিং করা হয়। পরবর্তী রাজশাহী বন বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা হনুমানটিকে রহনপুর রেলস্টেশন থেকে আটক করে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy