ফারহানা বি হেনা,
হবিগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
হবিগঞ্জের চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ মো. রুবেল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার ভোরে লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে র্যাব-৯ হবিগঞ্জের একটি দল উপজেলার রানীকোট থেকে তাকে আটক করে। আটককৃত মো. রুবেল মিয়া স্থানীয় ডুলনা গ্রামের আবুল মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান বলেন, রুবেল মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। ২০ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সোমবার দুপুরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।