হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত
পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা অলিপুরগামী সিএনজি অটোরিকশা (হবিগঞ্জ -থ – ১১- ৫৬৩০) ও ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাক(চট্রমোট্রো -ট -১১৪৫৯৩) নছরতপুর নামক স্থানে পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে স্বামী স্ত্রীসহ ৬ যাত্রী ঘটনাস্থলেই মারা যান ।
নিহতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের শ্রীবাউর গ্রামের মো. আবুল মিয়ার ছেলে আহাদ মিয়া (৩০) তার স্ত্রী শাহেনা আক্তার (২৫) একই গ্রামের মো. সফর আলীর ছেলে মো. রাজু মিয়া (২২) একই এলাকার আকবর আলীর স্ত্রী মোছা. রাহেলা আক্তার( ২৩) একই উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফান্দ্রাইল গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (২০) ও একই উপজেলার উবাহাটা ইউনিয়নের বরমপুর গ্রামের হাজী আনফর উল্লার ছেলে মো. আলাউদ্দিন (২৭)। খরব পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম। তিনি বলেন- সিএনজি অটোরিকশাটি গ্যাস ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে মহাসড়কে উঠে ওভারটেক করতে চাইলে কাভার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy