হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর ছাতিয়াইন সড়কে যাত্রীবাহী গাড়ি ভেবে টহল পুলিশের গাড়িতে ডাকাত দলের হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ৩ রাউন্ড গুলি ছুড়ে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে উল্লেখিত সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ এ সময় সোহাগ মিয়া (২২) নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করে।
সোহাগ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামের আমীর আলীর ছেলে। পুলিশ জানায়, রুটিন অনুযায়ী প্রতি রাতের মতোই মাধবপুর থানার ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই খাইরুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ছাতিয়াইন সড়কে টহলে ছিলেন। রাত দেড়টার দিকে একদল ডাকাত যাত্রীবাহী গাড়ি ভেবে টহল পুলিশের গাড়িটি গতিরোধ করে।
এ সময় ডাকাতরা গাড়িটি পুলিশের বুঝতে পেরে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। পুলিশ প্রাণরক্ষায় গুলি ছুড়লে ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে ডাকাত দলের সদস্য সোহাগকে আটক করে।
খবর পেয়ে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে রামদা, বল্লম, ছোড়াসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy