জুয়েল খাঁন,সিলেট জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল কোম্পানির ভেতরে সহকর্মীর ধারালো ইস্পাতের আঘাতে সুজন বৈষ্ণব নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ওলিপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মিন্টু মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক মিন্টু শায়েস্তাগঞ্জ উপজেলার উলুহর গ্রামের সাজু মিয়ার ছেলে। নিহত সুজন বৈষ্ণব জেলার বানিয়াচং উপজেলার খড়চা গ্রামের সুমলাল বৈষ্ণবের ছেলে।
নিহত সুজন বৈষ্ণব এবং আটক মিন্টু মিয়া দুইজনই প্রাণ আরএফএল কোম্পানির মেশিন অপারেটর।
প্রাণ আরএফএল কোম্পানির এইচআর এডমিন (প্রশাসন) আব্দুল মন্নান জানান, নিহত সুজন ও আটক মিন্টু মেশিন সেকশনে অপারেটরের কাজ করতেন। বিকেলে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিন্টু মিয়া হাতের কাছে থাকা ধারালো একটি ইস্পাতের টুকরো দিয়ে সুজন বৈষ্ণবের বুকে ও পেটে আঘাত করেন। তাৎক্ষণিকভাবে অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে কোম্পানির নিজস্ব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মুর্শেদ আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিন্টু মিয়াকে আটক করা হয়েছে। তবে কি নিয়ে ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy