হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাত থেকে বাঁচতে সড়ক ও ধানি জমির পাশে রোপণ করা হয়েছে প্রায় তিন শতাধিক তাল বীজ। উপজেলার বেজুড়া গ্রামের পার্শ্ববর্তী হাওরে স্থানীয় একটি সামাজিক সংগঠনের উদ্যোগে কৃষকদের বজ্রপাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে এ বীজগুলো রোপণ করা হয়।
আর এ কাজে নেতৃত্বদেন বেজুড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির তরুণ সদস্যরা।
বেজুড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি মো. ওলিদ মিয়া জানান, মাধবপুর উপজেলায় গত কয়েক বছরে বেশ কয়েকজন কৃষক বজ্রপাতে মারা গেছেন। এজন্য বজ্রপাত থেকে কৃষকদেরকে রক্ষা করতেই তালের বীজগুলো রোপণ করা হয়েছে।
তিনি বলেন, একেকটি তালের বীজের দাম তিন টাকা। ৩০০ চারা রোপণ করতে তাদের খবর হয়েছে মাত্র দেড় হাজার টাকা। এক বছর পরেই বীজ থেকে গাছ গজাবে। এরপর ১০ থেকে ১৫ বছর গেলে এগুলো বড় গাছে রূপান্তরিত হবে।