জুয়েল খাঁন,সিলেট জেলা প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশায় ভূমি সংক্রান্ত বিরোধ নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত সাহাব উদ্দিন (৩২) ওই গ্রামের ইরফান উল্লার পুত্র।
সূত্র জানায়, উপজেলার ওই গ্রামের সাহাব উদ্দিনের সাথে তার বড় ভাই হারুন মিয়ার ভূমি ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকাল ৯ টার দিকে এসব নিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে বড় ভাই হারুন ক্ষিপ্ত হয়ে সাহাব উদ্দিনকে ফিকল দিয়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন সাহাব উদ্দিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন রায় জানান, অতিরিক্ত রক্ত করণের ফলে দ্রুত তার মৃত্যু হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরান হোসেন জানান, হত্যাকারীকে ধরতে পুলিশ কাজ করছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy