হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভিমরুলের কামড়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকালে তাদের মৃত্যু হয়। এর আগে শুক্রবার (৬ আগস্ট) রাতে তারা ভিমরুলের আক্রমণের শিকার হন।
নিহতরা হলেন জেলার আজমিরীগঞ্জ উপজেলার আজিমনগর গ্রামের আবুল মিয়া (৭০) ও তার স্ত্রী ফজুতন বিবি (৬০)।
স্থানীরা জানান, শুক্রবার রাতে ঝড় শুরু হলে নিহত আবুল মিয়ার ঘরের পাশে একটি গাছ থেকে ভিমরুলের একটি চাক পড়ে গেলে ঘরে ঘুমিয়ে থাকা স্বামী-স্ত্রী দম্পতিকে ব্যাপক কামড়াতে শুরু করে। এ সময় তাদের চিৎকারে পাশের ঘরের লোকজন তাদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় স্বামী আবুল মিয়া রাত ২টার দিকে এবং স্ত্রী ফজুতন বিবি সকালে মারা যান।
আজমীরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, একসঙ্গে কয়েক শ ভিমরুল বৃদ্ধ দম্পতিকে কামড়ে দেওয়ার কারণে বিষাক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি মর্মান্তিক। তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।