ফারহানা বি হেনা,
হবিগঞ্জে সড়কে ঝরল ৪ জনের প্রাণ
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। রোববার পৃথক দুর্ঘটনায় সুরমা চা বাগানের তিনবাংলা এবং উত্তর সুরমা নামক স্থানে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার হাজীপুর গ্রামের মো. আব্দুল হকের ছেলে মোজাম্মেল হক, মাধবপুর উপজেলার শাহজিবাজার মানিকপুর গ্রামের গোপাল রায়ের ছেলে অজয় রায়, উপজেলার তেলিয়াপাড়া বাজারের শাহজাহান ডাক্তারের ছেলে তারেকুল ইসলাম, বানিয়াচং উপজেলার নন্দীপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে ইফতেকার আহমেদ।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, রোববার দুপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের তিনবাংলা নামক স্থানে মোজাম্মেল ও অজয় রায়ের দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটি ধুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোজাম্মেল হক মারা যান। গুরুতর আহত অবস্থায় অজয় রায়কে মাধবপুর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, সন্ধ্যায় ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের উত্তর সুরমা ব্রিজ এলাকায় তারেক ও ইফতেকারের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ইফতেকার আহমেদ মারা যান। আশঙ্কাজনক অবস্থায় তারেককে মাধবপুর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy