1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
হযরত আলীর পরিবারকে হয়রানির উদ্দেশ্যে নিজের বাড়িতে নিজে আগুন লাগালো প্রতিপক্ষ 
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

হযরত আলীর পরিবারকে হয়রানির উদ্দেশ্যে নিজের বাড়িতে নিজে আগুন লাগালো প্রতিপক্ষ 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০, ১২.২১ এএম
  • ২৮৩ বার পঠিত
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার, কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন তালুক শাখাতী গ্রামের অতর্কিত হামলার স্বীকার হয় ১৫/১১/২০ রোজ রবিবার আনুমানিক ১:০০টা ও গুরুত্বর জখম হয় মো:হযরত আলী ওতার পরিবার। স্থানীয় সুত্রে জানা যায় তদের  পৈতৃকসম্পত্তির ভোগদখলীয় জমির আমন ধান কাটতে গেলে উক্ত গ্রামের আব্দুর সোবাহান ও তার ছেলে রফিকুল এর উপর আইনি নিষেঙ্ধা থাকা সত্বেও ধারালো ছুরি,রাম দা,লাঠিসোঁটা নিয়ে হযরত আলীর পরিবারের উপর অর্তকিত হামলা করে। হামলার শিকার হয়ে হযরত আলীর পরিবারের পাঁচ সদস্য (মজর আলী,আলাউদ্দিন,মুজাম্মেল,আয়েশা ও সনেকা)   আহত হলে হযরত আলী তাদের চিকিৎসার জন্য ঘটনাস্থান ত্যাগ করে আহত ব্যক্তিদের কালীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এ র্ভতি করান।আহতদের মধ্যে মজর আলী,আলাউদ্দিন ও মুজাম্মেল গুরুতর আহত হন। অতঃপর রফিকুল হযরত আলীর পরিবারের উপর ঘরজ্বালানি মিথ্যা মামলা দায়ের করে। আহত ব্যক্তির মধ্য মজর আলী   চিকিৎসার অপারগতা স্বীকার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ রেফার করে। হযরত আলী চিকিৎসা হীন অবস্থায় তিনি কালীগঞ্জ থানায় ১৫ জনের বিরুদ্ধে লিখিত আভিযোগ করেন এই বিষয়ে মদাতী আওয়ামীলীগ সাধারন সম্পাদক জুয়েল জানান এর আগে এই বিষয়ে অনেক গ্রামবাসী বসে সমাধান করতে চাইলেও সমাধান হয় নাই পরে বিষয়টি আদালতে বিচারে হয়রত আলী কে রায় দিছে।
ঐ এলাকার বাদশা মিয়া জানান হজরত আলীর লোকজন  ধান কাটতে গেলে সোবাহান ও তার ছেলে রফিকুলের বাহিনী কর্তৃক তাদের ওপর হামলা করে এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে স্বাস্হ্য কমপ্লেক্সে পাঠালে সোবাহান এর ছেলে।বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে বাড়িতে আগুন লাগিয়ে   দেওয়ার পরে বাসার ভিতরে গিয়ে মোটর সাইকেলসহ গরু টাকা-পয়সা সব বাইর করে দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেয়
 মফিজুল ইসলাম পিতা আমির উল্লা তিনি জানান জমিটি তারা দীর্ঘদিন ধরে  ভোকদখেলীয় জমি তারা চাষাবাদ করে আসছে।
তারা নিজের বাড়িতে নিজে  আগুন লাগায় তাদের নামে মিথ্যা মামলায় দায়ের করে।  মোঃ আতিয়ার রহমান  পিতা আকবর আলি জানান  এলাকাবাসীর মুখে শুনতে পারছি সবাই বলছে যে উনারা নিজের বাড়িতে নিজেরাই আগুন দিয়ে এবং দুর্ঘটনা ঘটায়।
মোছাঃ বাবলি বেগম স্বামী মোঃ জামাল  জানান আগুন লাগর সময় আমি ভিতরে গিয়ে একটি বস্ত ও একটি শিশু বাচ্চাকে উদ্ধার করি, সরেজমিনে গেল দেখা মেলনি রফিকুল ইসলাম ও তার বাবা  সোবহান মিয়ার। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন উভয় পক্ষে মামলা দায়ের করেছে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews