সাগর হোসেন রনি, হরিরামপুর প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কান্ঠাপাড়া ও বলড়া বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে লাইসেন্স নবায়ন না করে ঔষুধ বিক্রয় করার অপরাধে ঔষধ আইন, ১৯৪০ এর আওতায় নাইম হোসেনকে ২০০০টাকা, সঞ্চয় কুমার শীলকে ২০০০টাকা, মনির চৌধুরী ১০০০ টাকা, সাইফুল ইসলামকে ২০০০ টাকা ও বুলবুল ইসলামকে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ ২৩ আগস্ট (রবিবার) বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬.৩০ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে কারোনাকালীন চলতি সময়ে মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় জুয়েল, মনির, মীর ফয়েজ ও চঞ্চল মিয়াকে দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ১০০০ টাকা জরিমানা করা হয়েছে।
উল্লখ্য, এই অভিযানকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে ২০ জনকে মাস্ক দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেছে হরিরামপুর থানা পুলিশ।
এ ব্যাপারে সহকারী কমিশনার(ভূমি) মো. বিল্লাল হোসেন জানান, হরিরামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনাকালীন সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ হচ্ছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন