হাইওয়ে রোডে চাঁদাবাজি, ২জনের জেল
তৌহিদ আহাম্মেদ রেজাঃ
| ১৫ জুন ২০২১ | ১:৫১ অপরাহ্ণ
হাইওয়ে রোডে চাঁদাবাজি, ২জনের জেল
FacebookTwitterShare
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাস, সিএনজি অটোরিকশা থেকে চাঁদাবাজির অভিযোগে দুই যুবকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করেন। পরে তাদের ১৫ দিন করে কারাদণ্ড আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।
Surjodoy.com
জানা যায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বর ও কাঁচামাটিয়া সেতু এলাকায় দীর্ঘ দিন ধরে কয়েকটি চক্র চাঁদাবাজি করে আসছিলো। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন ইতিপূর্বে অর্থদণ্ড দেয় এবং আর চাঁদা না তুলতে কঠোর নির্দেশনা দেন। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে প্রতিদিন চলছে চাঁদাবাজি।
The Daily surjodoy
এঅবস্থায় অটোচালকরা চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে গত রোববার প্রতিকার চেয়ে আবেদন করেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে। এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন অভিযানে যান। এসময় চাঁদাবাজি করা অবস্থায় আটক করা হয়- পৌর
The Daily surjodoy
এলাকার চরহোসেনপুর গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে শরিফ মিয়া (২৮) ও চরশিহারি গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে তাজুল ইসলাম (২২) কে
আটকের পর শরিফ ও তাজুলকে উপজেলা নির্বাহী অফিসারের
The Daily surjodoy
কার্যালয়ে নিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৫ দিনের সাজা দেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, অভিযান চালিয়ে দুইজনকে আটক করে জেল দেওয়া হয়েছে ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy