প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২১, ১১:০৪ পি.এম
হাজীগঞ্জে ইয়াবা ও জাল টাকাসহ যুবক আটক
হাবিবুর রহমান,শাহরাস্তি(চাঁদপুর)প্রতিনিধিঃ
চাঁদপুরের হাজীগঞ্জে ৫০ পিস ইয়াবা ও জাল টাকাসহ তানভীর হোসেন (৪৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
২ অক্টোবর শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পশ্চিম বাজার চৌরাস্তা এলাকার তাজু দারোগার বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক তানভীর হোসেন হাজীগঞ্জ উপজেলার ৪ নম্বর কালচোঁ ইউনিয়নের রামপুর এলাকার নওহাটা গ্রামের মৃত আবদুর রশিদ মজুমদারের ছেলে।
হাজীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নির্দেশে ওই এলাকায় অভিযান চালানো হয়। প্রায় ৩ ঘণ্টা অপেক্ষার পর তানভীর হোসেনকে আটক করা সম্ভব হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ১৯ হাজার টাকার জাল নোট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, আটক তানভীরের বিরুদ্ধে মাদক ও মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy