প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২১, ১:৫৮ এ.এম
হাজীগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
হাবিবুর রহমান,শাহরাস্তি(চাঁদপুর)প্রতিনিধিঃ
হাজীগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।১৩ নভেম্বর সকালে থানার সামনে ওপেন হাউজ ডের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ (সার্কেল) সোহেল মাহমুদ।
তিনি বলেন, আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে সমাজের খারাপ কাজগুলোর বিরুদ্ধে। অপরাধীরা সমাজের মধ্যে থেকে বিশেষ করে যুবসম্প্রদায়কে টার্গেট করে তাদের হাতে মাদক ক্রয় বিক্রয়ের হাতিয়ার হিসাবে ব্যবহার করে আসছে। আমরা পরিবার থেকে সবাই সর্তক না হলে সন্তানেরা নানা অপরাধে জড়াতে পারে। পুলিশ সব সময় চুরি, ডাকাতি, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সহ যত অপরাধমূলক কাজ রয়েছে তা প্রতিরোধে চেষ্টা করে আসছে। তাই রাষ্ট্রীয় আইন পরিচালনা সঠিক ভাবে মেনে চলুন, সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে নিজ নিজ অবস্থানে থেকে পুলিশকে সহযোগিতা করতে সবাইকে আহবান জানাই।
আরো বক্তব্যে রাখেন হাজীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলী আশ্রাফ দুলাল, পৌরসভার সভাপতি আহসান হাবিব অরুন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গাজী সালাউদ্দিন ও সাবেক সভাপতি মুন্সী মোহাম্মদ মনির প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy