প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২১, ১২:১৮ এ.এম
হাটিকুমরুলে মাস্ক ও লিফলেট বিতরণ
কাইয়ুম মাহমুদ আকাশ
উত্তর বঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল চত্বর করোনা ভাইরাস
থেকে রক্ষার জন্য সামাজিক দুরত্ব বজায় রাখতে মহাসড়কে নিরলস ভাবে কাজ
করছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। হাটিকুমরুল গোল চত্বরে বিভিন্ন জেলা থেকে আগত পরিবহনে একের অধিক মানুষকে চলাচল না করার জন্য সচেতন করেন হাইওয়ে পুলিশ সদস্যরা
এসময় হাটিকুমরুল গোল চত্বর এলাকায় পরিবহন শ্রমিকদের মাঝে মাস্ক ও
লিফলেট বিতরণ করেন।
সিরাজগঞ্জে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে কাজ করার পাশাপাশি মাস্ক ও লিফলেট বিতরণ করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।
সোমবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দিনভর এসব মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ মোকাবিলায় হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে বগুড়া হাইওয়ে রিজিয়নে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান ইবনে রহমান এ মাস্ক ও লিফলেট বিতরণের কর্মসূচী উদ্ধোধন করেন।
এ সময় যাদের মুখে মাস্ক ছিল না তাদের মাস্ক পরিয়ে দেওয়াসহ সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
এতে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহজাহান আলী, টি আই রফিক উদ্দিনসহ সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy