নিজস্ব প্রতিবেদকঃ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ অবনতির প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রবিবার ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। এমন পরিস্থিতে রাত ৩টায় সংবাদ সন্মেলন ডেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য “আওয়ামী দোসরদের” দায়ী করেছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে বারিধারা ডিওএইচএস-এর নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।
বিগত সরকারের “দোসরদের” দায়ী করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের দোসররা। তাদের হাতে প্রচুর টাকা রয়েছে। সেসব টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলতে চাচ্ছে। কিন্ত সেই সুযোগ তারা পাবেন না। তাদের সবার ঘুম হারাম করে দিব।”
তিনি বলেন, “এই দোসরদের কোথাও দাঁড়াতে, বসতে কিংবা শুতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করে। তারা যদি ব্যর্থ হয়, তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”উপদেষ্টা বলেন, “দিনে রাতে যেখানে প্রয়োজন হয় আমাদের বাহিনী সেখানে যাবে এবং তারা এগুলোকে প্রতিহত করবে। আমি আপনাদের সামনে দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আওয়ামী যারা এই কাজগুলো করছে, তাদের আমি ঘুম হারাম করে দেব, তারা কোথাও স্থান পাবে না। দিনে রাতে যেখানে থাকুক।”
নিজের পদত্যাগের দাবি বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পদত্যাগের দাবি নতুন কিছু না। শিক্ষার্থীরা চায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হোক। সেটারই উন্নতি করার চেষ্টা করছেন তিনি। সেটা করতে পারলে পদত্যাগ আর কোনো আলোচনায় আসবে না।”
রবিবার রাতে রামপুরা বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনার জন্যও “আওয়ামী লীগের দোসরদের” দায়ী করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “এখানে যদি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি থাকে, আমি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।”
Leave a Reply