ফারহানা বি হেনা,
উপজেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী শাহীন আহমদ রুলন। ছবি- প্রতিনিধি
আগামী ১১ নভেম্বর হতে যাচ্ছে দেশের ৮৪৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে রবিবার (১৭ অক্টোবর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫ টি ইউনিয়নের প্রার্থীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সকল প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের ভীড়ে একজন প্রার্থী সকলের নজর কেড়েছেন। উপজেলার সাগরনাল ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক শাহীন আহমদ রুলন হাতি নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে আসেন।
এ সময়রাস্তার দু’ধারে বিভিন্ন বয়সের ছেলে, শিশু, পথচারীসহ সকল শ্রেণির লোকজন ভিড় জমায় হাতি ও প্রার্থীকে দেখার জন্য। অনেককে আবার হাতিটির সাথে এসে ছবি তুলতেও দেখা যায়। নহাতি নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার খবরে উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
হাতি নিয়ে মনোনয়নপত্র জমা দিতে এসেছেন কেন বলতেই এ স্বতন্ত্র প্রার্থী বিডি২৪লাইভকে বলেন, আমরা কয়েক প্রজন্ম থেকে হাতির মালিক। পারিবারিক ঐতিহ্য ধরে রাখা আর একটু ব্যতিক্রম কিছু করার চিন্তা ভাবনা থেকেই হাতি নিয়ে নমিনেশন জমা দিতে আসলাম। মানুষ এই বিষয়টিকে খুব এনজয় করেছে। এ সময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy