ছাইফুল ইসলাম জিহাদ( হাতিয়া)
নোয়াখালীর দ্বীপ হাতিয়া উপজেলায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) সকালে নোয়াখালীর দ্বীপ হাতিয়া উপজেলা পরিষদ হলরুমে ২২৭ জন প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লিটন বড়ুয়া, হাতিয়া উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোঃআকবর হোসেনসহ প্রমুখ।
সভায় বিভিন্ন বক্তাগণ তাদের বক্তব্যের মাঝে শিক্ষার গুণগত বিষয় এবং ঝরে পড়া,ছাত্র ছাত্রীদের কিভাবে বিদ্যালয় মুখি করা এছাড়া স্কুলে প্রবেশ কালে ছাত্র ছাত্রী, শিক্ষক সকলের মুখে মাস্ক ব্যবহার করা,সাবান বা,হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধৌত করে ক্লাস রুমে প্রবেশ করা। করোনা মহামারি মুহূর্তে শিক্ষা থেকে যে সকল ছাত্র ছাত্রী পড়াশোনা দিক দিয়ে পিছিয়ে আছে তাদের কে আরও শিক্ষার প্রতি অগ্রসর করা সহ ইত্যাদি বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন,হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মোসলেহ উদ্দিন।
তাং ১০/১১/২১ ইং
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy