নোয়াখালী হাতিয়া প্রতিনিধিঃ
নোয়াখালী বিচ্ছিন্ন দ্বী উপজেলা হাতিয়া তুচ্ছ ঘটনার জেরে একগৃহবধুকে কূপিয়ে হত্যা।
নিহত স্ত্রী শেফালী বেগম(২৮), উপছেলা চানন্দী ইউনিয়নের ধানসিড়িঁ আশ্রয়ন প্রকলপের মোঃ ইউছুফের স্ত্রী।
বুধবার ১০শে (নভেম্বর) দুপুর বারটার দিকে চানন্দী ইউনিয়ন থেকে হত্যাকারীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আবুল কালাম (৫০) একই এলাকার মৃত নবাব হোসেনের ছেলে।
হাতিয়া থানা সুত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সকাল ৭টার দিকে উপজেলা চানন্দী ইউনিয়নের ধানসিড়িঁ আশ্রয়ন কেন্দ্রর আবুল কালাম( ৫০) এর সাথে গাছ কাটা ও টয়লেট ব্যবহার নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে
সংঘর্ষ ঘটলে শেফালী বেগমকে এলোপাথাড়ি কূপিয়ে জখম করলে নোয়াখালী প্রাইম হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। পরে রোগির অবস্থা আরো খারাপের দিকে গেলে কর্তব্যরত ডাক্তার আরো উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পেরন করলে পথেই শেফালী বেগমের মৃত্যু হয়।গত মঙ্গলবার দিবাগত রাতেই শেফালী বেগমের মৃত্যু হয়।
হাতিয়া থানা ওসি মোঃ আনোয়ারুল ইসলাম জানান,
উক্ত ঘটনার মামলা পক্রিয়াধীন অবস্থায় রয়েছে। তবে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পেরন করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy