রেখা মনি,নিজস্ব প্রতিবেদকঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সকল ইউনিয়নের গ্রাম পুলিশ (দফাদার ও মহল্লাদার) এর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার এসএস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে লালমনিরহাট জেলা প্রশাসন এর বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাই সাইকেল তুলে দেওয়া হয়।
হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নের মোট ১২০ জন গ্রাম পুলিশের মধ্যে ৯১ জনের মাঝে উক্ত বাই সাইকেল বিতরণ করা হয়।

বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন, উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম।
আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামিমা সুলতানা, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগ হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করছেন। প্রধানমন্ত্রীর কাজকে বেগবান করতে আপনার এবং আমার সম্মিলিত প্রচেষ্টা থাকা অত্যাবশ্যক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন বলেন, জনকল্যাণমুখী কার্যক্রম সহ স্থানীয় সরকারের সকল কাজেই গ্রাম পুলিশ সদস্যদের অগ্রণী ভূমিকা রয়েছে। জেলা প্রশাসনের এই সামান্য উপহারের মাধ্যমে সকল গ্রাম পুলিশদের কার্যক্রমে সহায়তা করতে পেরে ধন্য মনে করছি