প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৮:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২১, ১২:৪০ এ.এম
হাতীবান্ধায় ১২ ইউনিয়নে নির্বাচন আগামীকাল
সেলিম সম্রাট, নিজস্ব প্রতিবেদকঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২ টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিস।
আগামীকাল রোববার (২৬ ডিসেম্বর) উপজেলার সিংগীমারী, টংভাঙ্গা, সিন্দুর্না, পাটিকাপাড়, ডাউয়াবাড়ি, ভেলাগুড়ি, নওদাবাস, গোতামারী, বড়খাতা, সানিয়াজান, ফকিরপাড়া, গড্ডিমারী ইউনিয়নের ১শত ১০টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই ১২ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৪ হাজার ৮শত ৫২জন। এর মধ্যে মহিলা-৯২ হাজার ২শত ৬৩ জন এবং পুরুষ-৯২ হাজার ৫শত ৪৪জন ভোটার রয়েছে।
এদিকে ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৩ জন, মহিলা সংরক্ষিত আসনে ১শত ৪৯ জন এবং সদস্য পদে-৪শত ৩১ জন প্রার্থী রয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, সুষ্ঠু ভাবে নির্বাচন শেষ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, অবাধ ও সুষ্ঠু ভাবে নির্বাচন শেষ করতে প্রশাসন তৎপর এবং কোন ধরনের সমস্যা ছাড়াই যাতে নির্বাচন সম্পন্ন হয় সে জন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy