হাবিবুর রহমান হাবিব নৌকার প্রার্থী মনোনীত হওয়ায় মুজিবুর রহমান পংকির শুভেচ্ছা
ফারহানা বি হেনাঃ
Facebook Twitter share
সিলেট ৩ আসনের উপ- নির্বাচন জলপনা কল্পনার অতি সমাপ্তি ঘঠিয়ে ১২ জুন মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার নৌকা নিয়ে এলেন হাবিবুর রহমান হাবিব।
এদিকে খুশিতে আত্মহারা হয়ে ওঠেছে বালাগঞ্জের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের । হাবিবুর রহমান হাবিবকে নৌকার মাঝি শুনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বালাগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মুজিবুর রহমান পংকি,
Surjodoy.com
তিনি আরো জানান, আওয়ামীলীগ তার সঠিক সিদ্ধান্ত নিতে পারেছে, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মাটি ও মানুষের জন্য এই রকম নেতার প্রয়োজন ছিলো, প্রয়াত সংসদ আলহাজ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে সিলেট ৩ আসনে হাল দরার জন্য যোগ্য প্রার্থী মনোনীত হয়েছেন হাবিবুর রহমান হাবিব,
The Daily surjodoy
মুজিবুর রহমান পংকি বলেন অবহেলিত বালাগঞ্জের উন্নয়ন অবকাঠামো, রাজনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিখাতে ব্যাপক উন্নয়ন হবে,আমার ঐক্যবদ্ধ্য হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে নামতে হবে।
ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যথাক্রমে আগা খান মিন্টু, হাবিবুর রহমান ও আবুল হাসেম খান। শনিবার (১২ জুন) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় তাদের মনোনয়ন দেয়া হয়।
The Daily surjodoy
আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
সভার সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদের ৩টি আসনের উপ-নির্বাচনে যথাক্রমে ১৮৭ ঢাকা-১৪ আসনে আগাখান মিন্টু, ২৩১ সিলেট-৩ আসনে হাবিবুর রহমান এবং ২৫৩ কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খানকে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়েছে।
The Daily surjodoy
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। গত ১১ মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy