1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
হারাগাছের বাজার গুলোতে নিত্যপন্যের মূল্যবৃদ্ধি মনিটরিং নেই
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে বিরুলিয়ায় নিহত নারী ছিলেন অন্তঃসত্ত্বা : স্বামী গ্রেফতার । ফেসবুকে মানহানিকর লেখা প্রচারের অভিযোগ এনে এক কোটি টাকার মানহানি এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানের বিরুদ্ধে অভিযোগ সংবাদ সম্মেলন এক নারী। চোর সদস্যকে পুলিশে দেয়ায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউপি সদস্যের বাড়িতে পালতক চোরদের হামলা ও মারধর, সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুরুতর আহত এক সাংবাদিক। জাতীয় আইনগত সহায়তা দিবস ২৮ এপ্রিল  সাভারের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেলেন ৬৮জন শিশু-কিশোর দিলেন খোরশেদ আলম! সাভারে ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র পদপ্রার্থী খোরশেদ  লোহাগাড়ায় “বিশ্ব হোমিওপ্যাথি দিবস” উপলক্ষে চিকিৎসক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত জননেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রাহমান শামীম। ন্যায়ের পথে চলো সংগঠনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে যুবদল নেতা!

হারাগাছের বাজার গুলোতে নিত্যপন্যের মূল্যবৃদ্ধি মনিটরিং নেই

  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০, ৮.৪৭ পিএম
  • ২৬০ বার পঠিত

নুর হোসেন, হারাগাছ, রংপুর প্রতিনিধিঃ

করোনাকালে বাজার স্বাভাবিক থাকলেও প্রয়োজনীয় নিত্যপন্য চাল,সবজির মূল্য লাগামহীন ভাবে বেড়েই চলছে।  তবে ডিম ও ডালের মূল্য স্থিতিশীল থাকলেও ব্রয়লার মুরগীর দাম কিছুটা কমেছে নিত্যপ্রয়োজনীয় সবজির মূল্য বৃদ্ধি পাওয়ায় চিন্তিত ক্রেতারা। বাজারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি থাকলেও ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের কোন মনিটরিং নেই । বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে বন্যার কারনে সারাদেশে সবজির উৎপাদন কমে গেছে।  যার প্রভাব বর্তমান বাজারের মূল্য বৃদ্ধি, হারাগাছ থানার অর্ন্তগত বিভিন্ন বাজারে বিক্রি হওয়া পটল, আলু, বেগুন, করলা, ঢেঁরস, পেঁপে, কাচামরিচ, ঝিঙাসহ, প্রায় সবধরনের সবজির মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

থানার পাইকার বাজার, মেনাজ বাজার, মায়া বাজার, খানসামা হাট, সাহেবগঞ্জ বাজার চাঁদকুটি বাজার, চওড়ার হাট,মাছহাড়ি ও সৎবাজার সহ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে মান ও বাজারভেদে করলা প্রতি কেজি ৮০ -৯০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, বরবটি ৪৫-৫০ টাকা, পটল ৪৫-৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা, কচুরলতি ৪৫-৫০ টাকা, কাকরোল ৫০ টাকা, ঢেঁরস ৫০-৫৫ টাকা, দুধকুষি ৭৫-৮০ টাকা, আলু ৩৫-৪০ টাকা কাঁচা মরিচ ২০০ টাকা, পিয়াজ ৩০ টাকা কেজি মূল্যে বিক্রি হচ্ছে। গরু ও খাসির মাংস স্থিতিশীল অবস্থায় আছে। তবে ব্রয়লার মুরগির দাম একটু কমে ১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অপরদিকে চালের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে হাইব্রিড ও গুটি স্বর্ণা ৩ হাজার টাকা বস্তায় বিক্রি হচ্ছে। এছাড়া চিকন চালের মধ্যে বিআর২৮ (৫০ কেজি) ২৪শ, বিআর২৯ ২২শ, কাটারীভোগ ২৬শ থেকে ২৭শ ও নাজির শাইল চাল ২৯শ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সবজির দামের বিষয়ে ব্যবসায়ী শরিফুল,আনোয়ার ও ওসমান বলেন, বেশ কয়েকদিন ধরেই সবজির দাম বৃদ্ধি।

এখন বেশির ভাগ সবজির মৌসুম শেষ। কাজেই সহসা সবজির মূল্য কমার সম্ভাবনা খুবই কম। বাজার করতে আসা মোরশেদ, রহিম, শাহিন রাশেদ জানান, আসলে সবকিছুই কন্ট্রোলের বাইরে রয়েছে। করোনার সময় হাতের অবস্থা মোটেও ভাল নয়। কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। এর সাথে পাল্লা দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়েই চলছে। আমরা সাধারন মানুষ চরম হতাশে। সব কিছুরই পরিমান কমিয়ে দেয়া হয়েছে।

ভোক্তা অধিদপ্তরের উদাসীন মনিটরিংয়ের কারনে আমরা কোন সুফল পাচ্ছি না । বাজার করে কোন শান্তি নাই। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, আমরা বাজার মূল্য বৃদ্ধির খবর পাওয়ার সাথে সাথেই অভিযান পরিচালনা করি। অভিযানে ব্যবসায়ীদের সতর্ক করা সহ জরিমানাও করে থাকি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews