বিড়ি শিল্পনগরী খ্যাত রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন মঙ্গলবার মেয়র পদে পাঁচজন এবং কাউন্সিলর পদে ৫৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন এবং ৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন রয়েছেন।
মেয়র পদে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বর্তমানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হারাগাছ পৌর মেয়র হাকিবুর রহমান, বিএিনপির মোনায়েম হোসেন ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহিদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরিফুর রহমান ও পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এরশাদুল হক মনোনয়নপত্র জমা দেন।
কাউনিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমিয়ারা পারভীন জানান, মনোনয়নপত্র জমা দানের শেষ দিন মঙ্গলবার বেলা ৫টা পর্যন্ত মেয়র পদে পাঁচজন এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। প ম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি হারাগাছ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি।
এই পৌরসভায় মোট ভোটার ৪৯ হাজার ১৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৬৯৩ এবং নারী ভোটার ২৫ হাজার ৩২৪ জন। ২০টি কেন্দ্রের ১৬১টি বুথে প্রথমবারের মতো এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy