হাসনাত তুহিন,ফেনী থেকেঃ-
ফেনীর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদ্বীপ রায় ও এস,আই মেঃ মশিউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় শহর পুলিশ ফাঁড়ি, জেলা পুলিশ কন্ট্রোল রুম ও কয়েকটি দোকানের সি সি ক্যামেরা ফুটেজের মাধ্যমে বড় বাজারের প্রত্যয় এন্টারপ্রাইজের গতকাল ১৫/০৪/২০২১ ইং তারিখ মোটরসাইকেল থেকে হারানো টাকার ব্যাগটি উদ্ধার পূ্র্বক অদ্য ১৬/০৪/২০২১ ইং ব্যাগে থাকা নগদ ৬,০১,৫০০/- টাকা প্রত্যয় এন্টারপ্রাইজের মালিকপক্ষ আলাউদ্দিন খোন্দকার জুয়েলকে বুঝিয়ে দেওয়া হয়।
উল্লেখ, গত ১৫/০৪/২০২১ ইং বেলা ০৩.৪০ ঘটিকার সময় বড় বাজারের প্রত্যয় এন্টারপ্রাইজের আলাউদ্দিন খোন্দকার জুয়েলের মোটর সাইকেলে থাকা টাকার ব্যাগটি দোকান হইতে বাসায় যাবার পথে শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কে পড়ে যায়। তিনি খোঁজাখুঁজি করিয়া টাকার ব্যাগটি না পাওয়ায়,ফেনী মডেল থানায় জিডি নং ৭৬০ তারিখ ১৫/০৪/২০২১ ইং এন্ট্রি করেন।পরবর্তীতে সি সি ক্যামেরা ফুটেজে দেখা যায় রাস্তায় পড়ে যাওয়া টাকার ব্যাগটি একটি লোক তুলে নেন। সিসি ক্যামেরা ফুটেজ ও আলাউদ্দিন খোন্দকার জুয়েলসহ তার লোকদের সহযোগিতায় গতকাল রাতেই ধর্মপুর ইউনিয়নের জোয়াড় কাছাদ গ্রামের মোঃ বেলাল হোসেনের কাছ থেকে হারনো টাকার ব্যাগটি শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুদ্বীপ রায় ও এস আই মোঃ মশিউর রহমান বুঝে নেন। মোঃ বেলাল হোসেন টাকার ব্যাগটি পাওয়ার পর কয়েকজনকে জানান এবং তিনি থানাকে জানানোর জন্য প্রস্তুতিও নিতেছিলেন, এর পূর্বেই শহর পুলিশ ফাঁড়ি ফেনীর পুলিশ মোঃ বেলাল হোসেনের বাড়িতে পৌঁছে টাকার ব্যাগটি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy